আমানতস্বরুপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই: সারজিস

4 hours ago 7

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, পরম সৌভাগ্যে পাওয়া আমানতস্বরুপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই। দলে পদ পাওয়া প্রসঙ্গে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ,ঢাকা বিভাগ (আংশিক), (ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ খুব দ্রুত এই ৩২ জেলার পথে প্রান্তরে ছাত্রজনতার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।

তিনি লেখেন, আমরা দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়েদের কথা শুনতে চাই, স্কুলে পড়ুয়া আগামী বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই, পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বোনদের কথা শুনতে চাই, শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই।

এর আগে শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে রাজনৈতিক দলটি৷ মূলত জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে এই দল গঠন করা হয়েছে।

এনএস/এসএএইচ

Read Entire Article