আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আমি আপনাদের একটি ছোট অনুরোধ করছি। ১১ তারিখ বিকেল থেকে ১২ তারিখ ভোট গণনা পর্যন্ত ভোটকেন্দ্র খেয়াল রাখবেন; যেন আমার একটিও হাঁস শিয়াল চুরি না করে, আমার কোনো হাঁসের ডিম চুরি না হয়। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আমার এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। কিন্তু আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে “রাম”-এর যে অধিকার আছে, “রহিম”-এরও সেই অধিকার আছে। শিউলির যে অধিকার, সীতারও সেই অধিকার। আমরা কারও মতামতে বাধা দেওয়াতে বিশ্বাসী নই। তিনি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান, আপনাদের মেয়ে। আপনারা যেহেতু আমাকে ভোট দিচ্ছেন, তাই এই নির্বাচন আপনাদের নির্বাচন। আপনারা আমার জন্য হাঁস মার্কায় ভোট চাইবেন। বলবেন, আমাদের ঘরের মেয়েকে আপনারা হাঁস মার্কায় ভোট দিন। এটি উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের প্রতীক। রুমিন ফারহানা বলেন, আমাদের সার কারখানা, গ্যাস ও বড় বড় মিল-কারখানা রয়েছে। তাহলে কেন এলাকার উন্নয়ন হয় না? কারণ, আমরা য
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আমি আপনাদের একটি ছোট অনুরোধ করছি। ১১ তারিখ বিকেল থেকে ১২ তারিখ ভোট গণনা পর্যন্ত ভোটকেন্দ্র খেয়াল রাখবেন; যেন আমার একটিও হাঁস শিয়াল চুরি না করে, আমার কোনো হাঁসের ডিম চুরি না হয়।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, আমার এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। কিন্তু আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে “রাম”-এর যে অধিকার আছে, “রহিম”-এরও সেই অধিকার আছে। শিউলির যে অধিকার, সীতারও সেই অধিকার। আমরা কারও মতামতে বাধা দেওয়াতে বিশ্বাসী নই।
তিনি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান, আপনাদের মেয়ে। আপনারা যেহেতু আমাকে ভোট দিচ্ছেন, তাই এই নির্বাচন আপনাদের নির্বাচন। আপনারা আমার জন্য হাঁস মার্কায় ভোট চাইবেন। বলবেন, আমাদের ঘরের মেয়েকে আপনারা হাঁস মার্কায় ভোট দিন। এটি উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের প্রতীক।
রুমিন ফারহানা বলেন, আমাদের সার কারখানা, গ্যাস ও বড় বড় মিল-কারখানা রয়েছে। তাহলে কেন এলাকার উন্নয়ন হয় না? কারণ, আমরা যোগ্য প্রার্থী সংসদে পাঠাতে পারি না। এবারের নির্বাচন মার্কার না, প্রার্থীর এবং ব্যক্তির নির্বাচন। ব্যক্তি যদি সঠিক না হয়, রাজনীতি সঠিক হবে না।
What's Your Reaction?