আমার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ: রেজা কিবরিয়া
শেখ হাসিনার দেওয়া হুমকি সম্পর্কে তিনি বলেন, “শেখ হাসিনার কেবিনেট মিটিংয়ে একজন বলল যে, আপা আপা রেজা এগুলো বলল আপনার সম্পর্কে। তখন শেষ হাসিনা বলেছে, ওকে বলো যে, ওর বাপ যেভাবে মরেছে, ও-ও সেভাবে মরবে। কথাটা আপনাকে বুঝতে হবে। এই যে থ্রেট, এটা কাল্পনিক না। আমার বাবা চারশটা স্প্নিটার নিয়ে রাস্তায় মারা গেছেন, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। যারা ভুলে যায়, তাদের আমি আজকে মনে করিয়ে দিলাম। এই থ্রেটটা আমার জন্য কাল্পনিক না, এটা একটা আসল থ্রেট।”
What's Your Reaction?
