আমি অবাধ তথ্যপ্রবাহ ও স্বচ্ছতায় বিশ্বাসী: ইসি সচিব শফিউল

3 months ago 71

নবনিযুক্ত নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম বলেছেন, আমি সবসময় মুক্ত তথ্যপ্রবাহ ও স্বচ্ছতায় বিশ্বাস করি। ২৯ বছরের দীর্ঘ চাকরি জীবনে কাজ করতে গিয়ে এ জন্যে অসাধারণ প্রতিদানও পেয়েছি।

বৃহস্পতিবার (৩০ মে) নির্বাচন ভবনে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটিতে যোগ দিয়ে অবাধ তথ্যপ্রবাহে গণমাধ্যমের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যৌথ সংবাদ সম্মেলন করেন বিদায়ী ইসি সচিব জাহাংগীর আলম ও নবনিযুক্ত সচিব শফিউল আজিম।

বিদায়ী ইসি সচিব জাহাংগীর আলম যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে। বিমানের এমডি থেকে শফিউল আজিম বৃহস্পতিবার যোগ দেন নির্বাচন কমিশনে।

বিদায়ী ইসি সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমার তথ্য চাইতেন। অনেক সময় তথ্য থাকতো না। তবে আমাদের স্বচ্ছতার কোনো ঘাটতি ছিল না। বিদায়বেলায় আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘আমরা তো রাজনীতির ভেতরেই বসবাস করি। সরকার, রাজনৈতিক দল, জনগণ সবকিছু মিলিয়েই গণতন্ত্র। কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না। আপনাদের যেটি প্রাপ্য সেটি শতভাগ দেওয়া সম্ভব।’

এমওএস/এমএএইচ/এএসএম

Read Entire Article