আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই : খন্দকার আবু আশফাক

ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, ‘আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই।’ শুক্রবার (২৮ নভেম্বর) আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবু আশফাক বলেন, ‘দোহার-নবাবগঞ্জের মানুষ অনেক সময়ই তাদের দাবি দাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। আমি নির্বাচিত হই আর না হই জনগণের প্রতিটি সমস্যা অগ্রাধিকার দিয়ে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।’ মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতারা বলেন, খন্দকার আবু আশফাক এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করছেন এবং তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। আশফাক নির্বাচিত হলে সব সমস্যা সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। আব্দুল কাদের শিকদারের সভাপতিত্বে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খানের আয়োজনে ও সঞ্চালনায় ঢাকা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শিকদার, জাসাসের সাবেক সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সহসভাপতি মাহবুবুর রহমান পান্নু, সা

আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই : খন্দকার আবু আশফাক

ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, ‘আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই।’

শুক্রবার (২৮ নভেম্বর) আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবু আশফাক বলেন, ‘দোহার-নবাবগঞ্জের মানুষ অনেক সময়ই তাদের দাবি দাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। আমি নির্বাচিত হই আর না হই জনগণের প্রতিটি সমস্যা অগ্রাধিকার দিয়ে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।’

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতারা বলেন, খন্দকার আবু আশফাক এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করছেন এবং তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। আশফাক নির্বাচিত হলে সব সমস্যা সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।

আব্দুল কাদের শিকদারের সভাপতিত্বে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খানের আয়োজনে ও সঞ্চালনায় ঢাকা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শিকদার, জাসাসের সাবেক সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সহসভাপতি মাহবুবুর রহমান পান্নু, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম মেপারী, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাবেক ছাত্র নেতা নাজিম মাহমুদ, যুবদল দল নেতা অনিক শিকদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow