আমি জনসেবার জন্য এসেছি : সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন জমা দেন। এ সময় প্রবীণ বিএনপি নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে সাঈদ আল নোমান কালবেলাকে বলেন, আমি আমার এ মনোনয়নকে চট্টগ্রামের আপামর জনসাধারণকে উৎসর্গ করছি। আমাদের দলের নেতাকর্মীরা ১৭ বছর জেল-জুলুম সহ্য করে দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। এই মনোনয়ন তাদের ত্যাগের ফল। তিনি বলেন, আমি জনসেবার জন্য এসেছি। সেবার কাজটি করে যেতে চাই সব সময়। জয় বা পরাজয় আমার কাছে মুখ্য না। জনসেবা হলো রাজনীতির একটা অংশ। আমি সে কাজটাই করতে চাই। আমি ক্ষমতার নয়, সেবার আহ্বান জানাচ্ছি।

আমি জনসেবার জন্য এসেছি : সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন জমা দেন।

এ সময় প্রবীণ বিএনপি নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দিয়ে সাঈদ আল নোমান কালবেলাকে বলেন, আমি আমার এ মনোনয়নকে চট্টগ্রামের আপামর জনসাধারণকে উৎসর্গ করছি। আমাদের দলের নেতাকর্মীরা ১৭ বছর জেল-জুলুম সহ্য করে দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। এই মনোনয়ন তাদের ত্যাগের ফল।

তিনি বলেন, আমি জনসেবার জন্য এসেছি। সেবার কাজটি করে যেতে চাই সব সময়। জয় বা পরাজয় আমার কাছে মুখ্য না। জনসেবা হলো রাজনীতির একটা অংশ। আমি সে কাজটাই করতে চাই। আমি ক্ষমতার নয়, সেবার আহ্বান জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow