'আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়'

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো পাঁচ মাস বাকি থাকলেও, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই বিশ্বকাপের উন্মাদনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বিশ্বকাপের সোনালি ট্রফিটি বিশ্বভ্রমণের অংশ হিসেবে আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে ঢাকায় এসে পৌঁছেছে। ১৪ জানুয়ারি বুধবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপের ট্রফি এসে পৌঁছালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তা গ্রহণ করেন। ট্রফি গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জামাল ভূঁইয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়। এবারের সফরে বিশ্বকাপের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দর থেকে সোনালি ট্রফিটি হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হয়। এটি বাংলাদেশের চতুর্থবার বিশ্বকাপ ট্রফি গ্রহণের বিশেষ মুহূর্ত, যা দেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন উৎসাহ ও আশার সঞ্চার করেছে।

'আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়'

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো পাঁচ মাস বাকি থাকলেও, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই বিশ্বকাপের উন্মাদনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বিশ্বকাপের সোনালি ট্রফিটি বিশ্বভ্রমণের অংশ হিসেবে আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে ঢাকায় এসে পৌঁছেছে।

১৪ জানুয়ারি বুধবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপের ট্রফি এসে পৌঁছালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তা গ্রহণ করেন।

ট্রফি গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জামাল ভূঁইয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়।

এবারের সফরে বিশ্বকাপের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দর থেকে সোনালি ট্রফিটি হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হয়।

এটি বাংলাদেশের চতুর্থবার বিশ্বকাপ ট্রফি গ্রহণের বিশেষ মুহূর্ত, যা দেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন উৎসাহ ও আশার সঞ্চার করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow