আমি মানুষের সেবা করতে এসেছি : বাবর
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমার কোনো প্রকার উচ্চ আকাঙ্ক্ষা, বিলাসিতা বা অর্থবিত্তের প্রয়োজন নেই। আমি সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে জনগণের সেবা করার জন্য নির্বাচন করতে এসেছি। বুধবার (২১ জানুয়ারি) নেত্রকোনার মদন উপজেলার পৌর শহরের নিজ গ্রামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। লুৎফুজ্জামান বাবর বলেন, আমার লক্ষ্য ও উদ্দেশ্য হলো, বেকার যুবক ও তরুণিদের বেকারত্ব দূর করা। আমি যেখান থেকে আপনাদের কাছে ফিরে এসেছি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের সেবা করব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মদন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আল মাহবুব আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, মো. মুহাইমিনুল ইসলাম টিটু, আলী উসমান, আব্দুল কাইয়ুম, আলী আজগর পনির, আঙুর রহমান ভূঁইয়া, ইমরান হোসেন,
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমার কোনো প্রকার উচ্চ আকাঙ্ক্ষা, বিলাসিতা বা অর্থবিত্তের প্রয়োজন নেই। আমি সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে জনগণের সেবা করার জন্য নির্বাচন করতে এসেছি।
বুধবার (২১ জানুয়ারি) নেত্রকোনার মদন উপজেলার পৌর শহরের নিজ গ্রামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
লুৎফুজ্জামান বাবর বলেন, আমার লক্ষ্য ও উদ্দেশ্য হলো, বেকার যুবক ও তরুণিদের বেকারত্ব দূর করা। আমি যেখান থেকে আপনাদের কাছে ফিরে এসেছি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের সেবা করব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মদন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আল মাহবুব আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, মো. মুহাইমিনুল ইসলাম টিটু, আলী উসমান, আব্দুল কাইয়ুম, আলী আজগর পনির, আঙুর রহমান ভূঁইয়া, ইমরান হোসেন, জাকির হোসেন চৌধুরী, শামছুল হক চ্যাম্পিয়ন, মো. মোহন মিয়া, জরিপ মিয়া।
এছাড়াও উপজেলা বিএনপির সদস্য মির্জা রমজান আলী মাস্টার, বাবরের একান্ত সচিব মির্জা হায়দার আলী, আঞ্চলিক রাজনৈতিক প্রতিনিধি মাহমুদুল হাসান সভায় উপস্থিত ছিলেন।
What's Your Reaction?