‘আমি সবসময় কইছি এরা ইলেকশন চায় না, ঢং করতাছে’

1 day ago 6

‘আমি যেটা ছয় মাস আগে কইছি এটা ফলতাছে। ফলতাছে কি না। আমি সবসময় কইছি এরা ইলেকশনতো চায় না। ঢং ঢাং করতাছে। পাওয়ারটা একটু কাটায়া লই। কথাটা বুঝেন না। না পৌষ মাসে এবার বেশি শীত পড়ছে, পৌষ মাসে ইলেকশন দেওন যাইতো না। আগামী ডিসেম্বর মাসে দিমু। আচ্ছা ডিসেম্বর মাসে দেখতাছি। ওই যে এক মহিলা আছে আমাদের দেশেই বাড়ি হবিগঞ্জ। ওই যে রেজওয়ান হাসান (উপদেষ্টা) তারে দিয়া আবার মিষ্টি মিষ্টি কইরা কওয়ায় স্যারতো কইছে ইলেকশনটা দিয়া দিব। তবে একটু ছয় মাস পিছাইতেও পারে।’

শনিবার (১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা বাজারে ঈদ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।

এসময় তিনি আরও বলেন, দশদিন আগে আমার ওয়াইফকে রাত ২টার দিকে তারেক রহমান ফোন দিয়েছে নিজে। উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন দেয় না। ফজলু ভাইয়ের মিজাজটা ঠিক আছে কি না বুইঝা লয় আগে। কেন আমিতো বইলা ফেলি, এইডা ঠিক অইতাছে না লিডার। সে (তারেক রহমান) বলছে ৬ মাস আগে ফজলু ভাই যে কথাগুলো বলছে এইডা আমার দলকে অনেক বেশি জীবিত কইরা রাখছে। সেইভ কইরা রাখছে। ফজলু ভাইয়ের একার কথায়ই।

অ্যাডভোকেট ফজলুর রহমান এসময় আরও বলেন, আমি নেতা, আমার কথাটা যদি দুই নম্বর হয় তাইলে মানুষের কথার কী হবে। উনার নাম তো ইউনুস সাহেব, বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন। উনার কথার এদিক সেদিক হইবো কেন। আচ্ছা দেখতাছি বুইঝা লই। এগুলা কারা কয়, আমি কইলাম না। গরুর বাজারের লোকগুলা কয়। সহাল-বিহাল কথা কয়, গরুডা খুব ভালা। ঘটকরা কয় বউয়ের বাপের বাড়ি খুব ভালা, আপনারা ইচ্ছা করলে...। আমরাতো ইউনুস সাবরে ঘটক বানাতে চাই না। যে উনি বলবে ডিসেম্বরে ইলেকশন হবে। এই হলো নির্বাচন কমিশন, এভাবে ইলেকশন হবে। উনি আগের দিন কইল, পরের দিন উনার মন্ত্রী (উপদেষ্টা) কয় স্যারতো কইছেই মাস ছয়েক পরে জুন মাসে আমরা (নির্বাচন) কইরা দিমু। তাইলে কী বোঝা গেলো?

উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল, ফজলুর রহমানের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এসকে রাসেল/এফএ/এএসএম

Read Entire Article