‘আমি স্বাভাবিকভাবেই ছক্কা মারি, ওটাকে বড় বড় ছক্কা বলে সবাই’

1 week ago 13

বাস্তবে তিনি কি করবেন? আলো ছড়াতে পারবেন কি পারবেন না? তা বলে দেবে সময়। তবে এবারের বিপিএল শুরুর আগে যে ক’জন ক্রিকেটারকে নিয়ে কথা হচ্ছে, হাতে গোনা যে ক’জন ব্যাটারের দিকে তাকিয়ে ভক্ত ও সমর্থকরা, তাদের অন্যতম ব্যাটার হলেন জিসান আলম।

ক্রীড়া পরিবারের ছেলে জিসান। বাবা ৯০ দশকে জাতীয় দলের অন্যতম টপ অর্ডার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আইসিসি ট্রফিতে সেঞ্চুরি আছে মোটে দু’জনের। তার একজন সময়ের সম্ভাবনাময় ব্যাটার জিসান আলমের বাবা জাহাঙ্গীর আলম।

অনেক সম্ভাবনা আর প্রতিশ্রুতির ঝিলিক আছে নারায়নগঞ্জের এ তরুন ব্যাটারের মধ্যে। বিপিএল শুরুর আগে যে এনসিএল টি-টোয়েন্টি হয়ে গেল, তাতে দুজন মাত্র ব্যাটার শতরান করেছেন, তার একজন জিসান। তাই তার দিকে অনেকের দৃষ্টি নিবদ্ধ। এনসিএল টি-টোয়েন্টি আসরে সিলেটের পক্ষে খেললেও বিপিএলে জিসানের দল দূর্বার রাজশাহী।

এ টপ অর্ডারের আশা, এনসিএলের মত বিপিএলটাও ভাল যাবে। বলে রাখা ভাল, এনসিএলে সিলেটের পক্ষে ৭ ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিসহ ২৮১ রান করেছেন জিসান। গড় (৪০.১৪) ও স্ট্রাইকরেট (১৫৮.৭৫) দুই বেশ নজরকাড়া। এনসিএলের ধারাবাহিকতাটা বিপিএলেও ধরে রাখতে মুখিয়ে জিসান, ‘ভালো কিছু করার চেষ্টা করবো। এনসিএলটা আমার খুব ভালো গেছে। চেষ্টা করবো বিপিএলে যেন এমন একটা মৌসুম কাটাতে পারি।’

বিপিএলকে নিজেকে প্রমাণের খুব ভাল মঞ্চ মনে করেন জিসান। তাইতো এ আসরে নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন। তিনি বলেন, ‘বিপিএল নিজেকে প্রমাণ করার ভালো একটা মঞ্চ। এটা করতে পারলে ভালো লাগবে। আমি চেষ্টা করবো, যেহেতু এনসিএল ভালো খেলেছি, চেষ্টা করবো যেন নিজের সেরাটা খেলতে পারি।’

মাঠে নামার আগে বিপিএলে একটা টার্গেটও সেট করে ফেলেছেন নারায়নগঞ্জের এ তরুণ ওপেনার। তার লক্ষ্য এবারের বিপিএলে রান তোলায় শীর্ষ পাঁচে থাকা। ‘সবারই একটা লক্ষ্য থাকে। আমারও লক্ষ্য আছে সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে থাকার।’

এরই মধ্যে অনেকেই জেনে গেছেন, জিসান বড় বড় ছক্কা হাঁকাতে পারেন। এ ব্যাপারে তার নিজের মূল্যায়ন কী? জিসানের ব্যাখ্যা, ‘বড় বড় ছক্কা তেমন কিছুই না। আমি ছোটবেলা থেকে ন্যাচারাল ক্রিকেট খেলে আসছি। ছোটবেলায় বাবা আমাকে সেন্টার উইকেটে ব্যাটিং করাতো। এ জন্য ন্যাচারালভাবে ছক্কা মারি, ওটাকেই বড় বড় ছক্কা বলে সবাই।’

তার দল দূর্বার রাজশাহীর সম্ভাবনা কতটা? যে লাইনআপ তা নিয়ে কতদূর যাওয়া সম্ভব? জিসান আলমের বিশ্বাস, ‘দূর্বার রাজশাহী দলটা খুব ভালো আছে। প্রথম ম্যাচটি শক্তিশালী বরিশালের বিপক্ষে। তা নিয়ে তেমন বড় চিন্তা নেই মাথায়। টি-টোয়েন্টিতে নির্দিষ্ট কোন বড় দল নেই। নির্দিষ্ট দিনে যে ভালো ক্রিকেট খেলবে, সেই সেরা। যদি আমরা ভালো ক্রিকেট খেলি ভালো করতে পারবো।’

‘অবশ্যই সবার একটা পরিকল্পনা আছে। স্টেপ বাই স্টেপ যেতে চাই। প্রথম ম্যাচটা বরিশালের সঙ্গে, আশা করি আমরা ভালো ক্রিকেট খেলবো।’

নিজ দল সম্পর্কে তার মূল্যায়ন, ‘আমাদের পেস বোলিংয়ে তাসকিন ভাই আছেন। বাংলাদেশের শীর্ষ বোলারদের মধ্যে একজন। শফিউল ইসলাম আছে। ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছে, ইয়াসির রাব্বি-আকবর ভাই আছে। স্পিন বোলিংয়ে মুরাদ-সানজামুল ভাইও আছে।’

কোনরকম প্রত্যাশার চাপ নিতে নারাজ জিসান, ‘আমি চাপ নিতে চাচ্ছি না। কারণ এটা আমার গেম, এটা আমাকে খেলতে হবে। আমি ভালো কিছু করবো। মূল কথা হচ্ছে, পারফরম্যান্স করা, এটাই।

বাবা জাহাঙ্গীর আলম জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন। পারিবারিক সূত্রেই জাতীয় দলে খেলার অতীত রেকর্ড আছে। তার কাছে সেটা অনেক বড় অনুপ্রেরণা। জিসানেরও আশা জাতীয় দলে খেলার। তাই মুখে এমন আশাবাদী সংলাপ, ‘অবশ্যই এটা আমার জন্য অনুপ্রেরণা। যেহেতু বাবা-চাচা দুজনই জাতীয় দলে খেলেছে। আমিও চেষ্টা করবো ভালো কিছু করার। যদি কপালে লেখা থাকে, জাতীয় দলে খেলবো।’

এআরবি/ আইএইচএস

Read Entire Article