‘আমিও তো কারও ভাই ও বাবা’, অটোরিকশায় লেখা নোট ভাইরাল
সময় তখন রাত ১২টা। এক তরুণী তখন একটি অ্যাপনির্ভর পরিবহন সংস্থার মাধ্যমে একটি অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশায় বসার পর সিটের সামনে এক অদ্ভুদ দৃশ্য দেখতে পান তিনি। তার ঠিক সামনে সাঁটানো রয়েছে একটি হাতে লেখা নোট।
সেই নোটে লেখা আছে, ‘আমি একজন বাবা এবং ভাই। আপনার সুরক্ষা আমারও দায়িত্ব। আরাম করে বসুন। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছে ভিডিওটি।
মানুষ এই ভিডিওটি দেখেছেন সাড়ে ৩ লাখ বারেরও বেশি। এ ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে ভিডিওটি।
অনেকেই কমেন্টে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই কমেন্টগুলোতে প্রায় প্রত্যেকেরই বক্তব্য, বেঙ্গালুরু দেশের সবচেয়ে নিরাপদ শহর।
এক ব্যক্তি জানিয়েছেন, কুড়ি বছর ধরে এই শহরে রয়েছেন। শহরটি প্রত্যেকের জন্যই অত্যন্ত নিরাপদ। অন্য এক ব্যক্তির বক্তব্য, বেঙ্গালুরুর অটো চালকদের দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। অন্য এক ব্যক্তির দাবি, বেঙ্গালুরুর কোনও স্থানীয় যুবক কখনও কোনো মেয়েকে অশালীন মন্তব্য করে না। দেশের নানা প্রান্তে গণপরিবহণে যাতায়াত করা মহিলা যাত্রীদের হেনস্থার খবর প্রায়ই সামনে আসে।
অধিকাংশ সময়েই দেখা যায়, ক্যাব বা অট
সময় তখন রাত ১২টা। এক তরুণী তখন একটি অ্যাপনির্ভর পরিবহন সংস্থার মাধ্যমে একটি অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশায় বসার পর সিটের সামনে এক অদ্ভুদ দৃশ্য দেখতে পান তিনি। তার ঠিক সামনে সাঁটানো রয়েছে একটি হাতে লেখা নোট।
সেই নোটে লেখা আছে, ‘আমি একজন বাবা এবং ভাই। আপনার সুরক্ষা আমারও দায়িত্ব। আরাম করে বসুন। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছে ভিডিওটি।
মানুষ এই ভিডিওটি দেখেছেন সাড়ে ৩ লাখ বারেরও বেশি। এ ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে ভিডিওটি।
অনেকেই কমেন্টে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই কমেন্টগুলোতে প্রায় প্রত্যেকেরই বক্তব্য, বেঙ্গালুরু দেশের সবচেয়ে নিরাপদ শহর।
এক ব্যক্তি জানিয়েছেন, কুড়ি বছর ধরে এই শহরে রয়েছেন। শহরটি প্রত্যেকের জন্যই অত্যন্ত নিরাপদ। অন্য এক ব্যক্তির বক্তব্য, বেঙ্গালুরুর অটো চালকদের দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। অন্য এক ব্যক্তির দাবি, বেঙ্গালুরুর কোনও স্থানীয় যুবক কখনও কোনো মেয়েকে অশালীন মন্তব্য করে না। দেশের নানা প্রান্তে গণপরিবহণে যাতায়াত করা মহিলা যাত্রীদের হেনস্থার খবর প্রায়ই সামনে আসে।
অধিকাংশ সময়েই দেখা যায়, ক্যাব বা অটো-রিকশার চালকরা হেনস্থা করেন নারী যাত্রীদের। হেনস্থার অভিযোগ যখন একটি সাধারণ চিত্র, তখন এই ঘটনাটি সেই রূঢ় বাস্তবতার মাঝে এক উজ্জ্বল মানসিকতার প্রতিচ্ছবি।
বিস্তারিত দেখুন ভিডিওতে...