আমিরাতে সোয়া ৩ কোটি টাকার লটারি জিতলেন নোয়াখালীর রুবেল

1 month ago 23

সংযুক্ত আরব আমিরাতে সোয়া তিন কোটি টাকার লটারি জিতেছেন রুবেল হোসেন চাঁনহাজী (৩৭) নামের এক বাংলাদেশি। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রুবেলের ভাই সাদ্দাম হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) আবুধাবির বিগবস লটারিতে ওই টাকা জেতেন রুবেল।

প্রবাসী রুবেল হোসেন চাটখিল উপজেলার হাট-পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ঘটলাবাগ গ্রামের চাঁনহাজী বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি সৌদি আরবের দাম্মাম শহরের ব্যবসায়ী।

সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের ছয় ভাইবোনের মধ্যে রুবেল হোসেন দ্বিতীয়। তিনি পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৮ সালে সৌদি আরব যান। সেখান থেকে ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে যান। শ্রীলঙ্কা থেকে ফেরার পথে দুবাই অবস্থানকালে ৫০০ দিরহামের দুটি টিকিট কেনেন। বুধবার সেই টিকিটের লটারিতে ১০ লাখ দিরহাম জয়ী হন, যা বাংলাদেশি টাকায় তিন কোটি ২৫ লাখ।’

রুবেল হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ‘২০২২ সালের অক্টোবরে আবুধাবিতে ঘুরতে গিয়েই আমি বিগ (বিগবস) টিকিটের সঙ্গে পরিচিত হয়েছি। সেই থেকে মাঝেমধ্যেই বিগ টিকিট কিনতাম। এই প্রথম লটারিতে এক মিলিয়ন দিরহাম জিতেছি। এ টাকায় আমি আমার এলাকার গরিব-অসহায় মানুষজনসহ আত্মীয়-স্বজনকে সহায়তা করতে চাই।’

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

Read Entire Article