বিদেশে যারা দীর্ঘদিন বসবাস করতে চান তাদের জন্য গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু রেখেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে ১০ বছর বসবাসের সুযোগ নেওয়ার কয়েকটি উপায় রয়েছে। এরই মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপায় হলো বিনিয়োগ।
জানা গেছে, বিনিয়োগের মাধ্যমে এই ভিসা পেতে হলে প্রোপার্টিতে অন্তত বিশ লাখ দিরহাম বিনিয়োগ করতে হবে।
সম্পত্তি বাজারের সূত্রগুলো জানিয়েছে, ২০২৫ সালের প্রথম দুই মাসে বিশ লাখ বা তার বেশি দিরহামের নির্মাণাধীন প্রোপার্টি কেনার ভালো চাহিদা দেখা গেছে।
সংযুক্ত আরব আমিরাত এখন দীর্ঘমেয়াদী বসবাসের জন্য একাধিক বিকল্প রয়েছে। নির্দিষ্ট বেসিক বেতনপ্রাপ্তরা, ব্যবসায়িক বিনিয়োগকারী ও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা এই আবেদন করতে পারবেন।
এদিকে বিদেশি ধনীদের কাছে গোল্ড কার্ড বিক্রি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ৫৯ লাখ টাকা) বিনিময়ে এই কার্ড নিতে পারবেন বিদেশিরা। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে বসবাসের পাশাপাশি কাজ করতে পারবেন।
ওভাল অফিসে ট্রাম্প বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। এই কার্ডের মূল্য হবে ৫০ লাখ ডলার। এর মাধ্যমে গ্রিন কার্ডের সুবিধা পাওয়া যাবে এবং নাগরিকত্ব পাওয়ার পথও সুগম হবে। ধনীরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবেন।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এই কার্ড বিক্রি শুরু হবে। তিনি আশা করছেন লাখ লাখ মানুষের কাছে এই কার্ড বিক্রি হবে।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম