আমিরুল ইসলাম বাপনের কবিতা: বেফাঁস চোখ

3 months ago 65

আমি এখন মানুষ দেখেও ভয় পেয়ে যাই;
যেমন করে সাপ দেখলেই পালিয়ে বেড়াই।
মানুষগুলো মানুষ তো নয় আজ কেমন যেন,
সাপের মতো ফোঁস-ফোঁসে তার ঘ্যানঘ্যান।
কানের মাঝে শুধাই তারে দেখলে বাজে
মানুষগুলো এমন কেন হিংস্র আজে?

মানুষ যেন মানুষ নয় ঠিক হায়েনা ছোটে,
মানুষ দেখে ধড়ফড়ে বুক আঁতকে ওঠে।
চোখের সামনে ছিবড়ে খেয়ে মানুষেরাই;
হায়েনারা আজ ঘুরে ফেরে মানুষ হয়েই।
এসব দেখে মাথা আমার গুলিয়ে যায়,
ঠিক না-থাকা বেফাঁস চোখে যা দেখি ভাই।
হায়েনা-রাজ্যে হিংস্রতাই ঠিক সভ্যতা,
শান্তি-সৃজন হায়েনা-রাজ্যেই হিংস্রতা।

এসইউ/জেআইএম

Read Entire Article