আমীর খসরু লন্ডনে: আন্তর্জাতিক কূটনৈতিক সফরে বিএনপির সক্রিয়তা

3 months ago 10

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) সকালে তিনি বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রা শুরু করে রাত ১০টায় লন্ডনে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই সফর বিএনপির আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার ধারাবাহিক অংশ। সফরের সময় বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংস্থা এবং রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

আলোচনার মূল বিষয় হতে পারে বাংলাদেশে গণতন্ত্রের সংকট, মানবাধিকার পরিস্থিতি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি।

কেএইচ/এমআইএইচএস

Read Entire Article