আমুর বাসা থেকে ৫ কোটি টাকা উদ্ধার

1 month ago 24

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি টাকা ও ডলার দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে টাকাগুলো উদ্ধার করে।

এলাকাবাসী জানান, শেখ হাসিনা সোমবার দুপুরে দেশ ছাড়ার পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমুর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণে আনে আগুন। কিন্তু রাত ১২টার দিকে ফের ওই ভবনের তিন তলায় আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি দিলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডিল বেড়িয়ে পরে।

ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। এরমধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত অবস্থায় এক কোটি টাকা পান। অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রা পাওয়া যায়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, ভবনটির তিন তলার কক্ষে অনেকগুলো কম্বলে লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেড়িয়ে আসে। এসময় কয়েকটি লাগেজও টাকা পাওয়া যায়। এরপর বিষয়টি জেলা প্রশাসককে জানাই। এরপর সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রাতে আগুন নেভাতে গিয়ে সেখানে বিপুল পরিমাণে টাকা পাওয়া গেছে।

আতিকুর রহমান/জেডএইচ/জেআইএম

Read Entire Article