আমুর সহকারী আবুল কালাম গ্রেপ্তার

1 month ago 33

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তার হওয়া আবুল কালাম আজাদ (৪০) রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মৃত হারুন তালুকদারের ছেলে। 

জানা গেছে, আমির হোসেন আমুর সহকারী হিসেবে কাজ করতেন আবুল কালাম আজাদ। পরে তিনি আমুর প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটিপতি বনে গেছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এলাকা থেকে পলাতক ছিলেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, রাজাপুর থানায় করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম। এর আগে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Read Entire Article