আমৃত্যু লালপুর-বাগাতিপাড়াবাসীর পাশে থাকার প্রত্যয় টিপুর

3 weeks ago 16
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মী হিসেবে আমৃত্যু লালপুর-বাগাতিপাড়াবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। একইসঙ্গে বিএনপিকে গণমানুষের দল আখ্যা দিয়ে লালপুর ও বাগাতিপাড়ায় কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার ধুপইল বাজারে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টিপু এসব কথা বলেন। ৭নং ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সমাবেশ হয়। তাইফুল ইসলাম টিপু বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি শুরু করি। জীবন থাকতে এই দলের ক্ষতি হয়- এমন কোনো সিদ্ধান্ত নেব না, এমন কোনো কাজ করব না। নিজেকে খালেদা জিয়ার সৈনিক দাবি করে বিএনপির এই নেতা বলেন, আমি সব সময় লালপুর ও বাগাতিপাড়ার মানুষের সঙ্গে আছি। অনেকেই দলকে বিতর্কিত করেছেন এমন অভিযোগ করে টিপু আরও বলেন, আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। এই মাটিতে জন্মেছি, এই মাটিতে মরব। যারা সুবিধাবাদী তারা আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে- তা হবে না।   লালপুর ও বাগাতিপাড়াবাসীর উদ্দেশে টিপু বলেন, অতীতে আপনারা আমার পাশে ছিলেন। আমি কারাগারে থাকাবস্থায় আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমি সেসব কথা ভুলতে পারি না। আপনারা জানেন, আমি ছাত্রাবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি এবং আমৃত্যু থাকব। এটাই হবে আমার জীবনের শেষ রাজনৈতিক ঠিকানা। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আপনাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই দাবি আজ গ্রামে-গঞ্জে, শহরে শহরে ছড়িয়ে পড়েছে। এই দাবি আজ জনতার দাবিতে রূপ নিয়েছে।   আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনা আজ পালিয়ে গেছে। কিন্তু লালপুর ও বাগাতিপাড়ায় একজন আওয়ামী লীগের নেতাকর্মীর ওপরও হামলা হয়নি। বিএনপি মামলা-হামলায় বিশ্বাস করে না। এ সময় পলাতক হাসিনার উসকানিতে পা দিয়ে ষড়যন্ত্র না করতে হুঁশিয়ারি দিয়ে টিপু বলেন, ষড়যন্ত্র করলে বিএনপি কিন্তু দাঁতভাঙা জবাব দেবে। ষড়যন্ত্রকারীদের সাবধান করে তাইফুল ইসলাম টিপু আরও বলেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু তার দোসরদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রেখে গেছেন। তাদের ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি অনেক আগে থেকেই কাজ করছে। এ কারণেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী এই গণসংযোগ চলছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতার বিরুদ্ধে সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ৭নং ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুস সাত্তার মৃধার সভাপতিত্বে এতে নাটোর জেলা কৃষক দলের সাবেক সভাপতি রঞ্জিত সরকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
Read Entire Article