দেশের বাজারে রাজশাহীর আম খুবই প্রসিদ্ধ। রাজশাহীতে উৎপাদনের সিংহভাগ আম চাষ হয় বাঘা ও চারঘাট উপজেলাতে। আমের রাজ্য খ্যাত এ দুই উপজেলাতেই এবার হানা দিয়েছে কুয়াশা। তাই মুকুল নষ্ট হওয়ার শঙ্কায় রাজশাহীর চাষিরা।
তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কুয়াশায় আমের মুকুল নষ্ট হওয়ার আশঙ্কা কম। যদি কুয়াশার পরে রোদ ওঠে তাহলে আমের মুকুল নষ্টের পরিবর্তে মুকুল আরও সতেজ হবে। তবে কুয়াশা থেকে মুকুল রক্ষায় কিছু... বিস্তারিত