আমেরিকার সঙ্গে জোট কখনও এত শক্তিশালী ছিল না : নেতানিয়াহু  

1 day ago 5

ইসরায়েলি-আমেরিকান জোটকে ‘পশ্চিম প্রাচীরের পাথরের মতোই শক্তিশালী’ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, মার্কো রুবিওর ইসরায়েল সফর মিত্রদের মধ্যকার সম্পর্কের দৃঢ়তা প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে নজিরবিহীন ইসরায়েলি হামলার পর ঘটনা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ওই হামলায় উত্তেজনা বাড়ায় আরব ও মুসলিম নেতারা দোহায় জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘দ্বৈত নীতি’ ত্যাগ করে ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলার জন্য ইসরায়েলকে প্রকাশ্য নিন্দা করেন। রুবিও বলেছিলেন, হামলার পরও ইসরায়েল–যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রকৃতি বদলাবে না। নেতানিয়াহু নিজ দিক থেকে হামলার সমর্থনে বলেন, হামাস নেতাদের উদ্দেশ্যভিত্তিক নিশানায় আঘাত করা গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার পথে থাকা প্রধান বাধা দূর করবে। তিনি আরও যোগ করেন, রুবিও ও ট্রাম্পের অধীনে ‘জোট কখনও এত শক্তিশালী ছিল না।’

রুবিওর সঙ্গে নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বৈঠক ওই শীর্ষ সম্মেলনের সময় অনুষ্ঠিত হয়েছে। রুবিও এরপর মঙ্গলবার দেশ ছাড়বেন। 

Read Entire Article