গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের আয়াকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালীর বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই আয়াকে চাকরি থেকে বাদ দেওয়া এবং বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দিয়েছেন তিনি।
এ ঘটনায় বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী আয়া টুঙ্গিপাড়া থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী আয়ার স্বামীর কাছ থেকে ২০২৪ সালে আড়াই লাখ টাকা ধার নেন। পরে দুই লাখ টাকা ফেরত দিলেও বাকি ৫০ হাজার টাকা দীর্ঘদিনেও ফেরত দেননি। টাকার জন্য চাপ দিলে প্রধান শিক্ষক আয়াকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে বিদ্যালয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এমনকী চাকরি থেকে বাদ দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী আয়ার ভাষ্য, ‘আমার স্বামীর কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন প্রধান শিক্ষক। দুই লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা দেননি। উল্টো কুপ্রস্তাব দিয়ে অপমান করেছেন। রাজি না হওয়ায় আমাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। আমি তার বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মৃনাল কান্তি ঢালী। তিনি বলেন, ‘ওই আয়াকে আমি আমার কক্ষে প্রবেশ করতে দেই না। তাই কুপ্রস্তাবের প্রশ্নই আসে না। টাকার বিষয়টিও সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে হেয় করার উদ্দেশ্যেই এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসআর/জেআইএম

14 hours ago
3









English (US) ·