আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবেন না : ফয়জুল করিম

3 weeks ago 19

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি, আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবেন না। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশে তিনি বলেন, ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিস্টদের চক্রান্তে কেউ পা দেবেন না। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। ক্ষমতার হাত পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি। ইসলামিক দল ছাড়া নীতির পরিবর্তন করা সম্ভব নয়। 

তিনি আরও বলেন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানাই। 

ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। 

এ ছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আনম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. শফিকুল ইসলামসহ যুব, শ্রমিক, ছাত্র ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতরা।

Read Entire Article