আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুণ এক খবর আসছে। এতদিন গুগল ব্যাকআপে ছবি, ভিডিও, অ্যাপ ডেটা ব্যাকআপ নিলেও, ডাউনলোডস ফোল্ডারটা ছিল রীতিমতো অবহেলিত। ফলে অনেকেই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ফাইল হারিয়ে বিপাকে পড়তেন। এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলতে যাচ্ছে।
গুগল শিগগিরই অ্যান্ড্রয়েডের ব্যাকআপ সিস্টেমে নতুন সুবিধা আনতে চলেছে, যেখানে ডাউনলোডস ফোল্ডারও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপে যুক্ত হবে। অর্থাৎ, ফোন হারিয়ে গেলেও ডাউনলোড করা দরকারি ফাইল আর হারাবে না।
আরও পড়ুন: এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে কী হয় জেনে নিন
আরও পড়ুন: ওয়াইফাইয়ের গতি কম? বাড়াবেন যে ১০ উপায়ে
Android Authority-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লে সার্ভিসের নতুন সংস্করণে এই সুবিধা আসছে। ব্যবহারকারী চাইলে ঠিক যেমন ছবি বা ভিডিও ব্যাকআপ হয়, তেমনভাবে ডাউনলোডস ফোল্ডারকেও ব্যাকআপে রাখতে পারবেন।
আর সবচেয়ে ভালো দিক হলো, এই ব্যাকআপ ডেটা আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিংক থাকবে। ফলে আপনি যে কোনো ডিভাইস থেকে সেই ফাইলগুলোতে অ্যাক্সেস করতে পারবেন, যদি গুগল অ্যাকাউন্টে লগইন করা থাকে।
আরও পড়ুন: রাউটার চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন
আরও পড়ুন: সাবধান, ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে এক কলেই
তবে একটা বিষয় মাথায় রাখা দরকার- এখনই সব ধরনের ফাইল এই ব্যাকআপে যুক্ত হবে না। শুরুতে কেবল ‘ডকুমেন্ট’ ক্যাটাগরির নির্দিষ্ট ফাইলগুলোই ব্যাকআপের আওতায় আসবে বলে জানা গেছে।
এই ফিচারটি চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ডেটা নিরাপত্তা অনেকটাই সহজ ও নির্ভরযোগ্য হয়ে উঠবে। আপনি যদি নিয়মিত ফোনের ডাউনলোড ফোল্ডারে দরকারি কাজের ফাইল সংরক্ষণ করেন, তাহলে এই আপডেট আপনার জন্য নিঃসন্দেহে সুখবর!
সূত্র : হিন্দুস্তান টাইমস