আরও এক বছর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব থাকছেন তোফাজ্জল

3 months ago 25

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে বুধবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তোফাজ্জল হোসেনের আগের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৪ জুলাই শেষ হবে।

মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী তোফাজ্জল হোসেনের আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে আরও এক বছর মেয়াদ বাড়ানো হয়েছে।

আগামী ৫ জুলাই বা যোগদানের তারিখ থেকে নতুন মেয়াদ কার্যকর হবে। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তোফাজ্জল হোসেন ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব থাকার সময় ২০২২ সালের ৭ ডিসেম্বর মুখ্যসচিব নিয়োগ পান তিনি।

গত বছরের চার জুলাই তার অবসরে যাওয়ার কথা ছিল। পরে তার অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে এক বছরের জন্য চুক্তিতে মুখ্যসচিব নিয়োগ দেয় সরকার।

আরএমএম/ইএ/জিকেএস

Read Entire Article