আরও তিন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ইমরান

3 hours ago 3

সিলেটে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আরও ৩ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কড়া নিরাপত্তার মধ্যে তাকে হাজির করা হয়।

সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলার ৭ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন বিচারক। এ ছাড়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরও দুটি মামলায় পৃথক দুটি আদালতে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, সাবেক মন্ত্রী ইমরানকে বুধবার সকালে আদালতে তোলা হয়েছে। পরে আরও তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেট মহানগরের কিনব্রিজ এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। এতে পঙ্কজ নামের এক ছাত্র মারা যান। ৫ আগস্টের পর এ ঘটনায় দায়ের মামলায় ৭ নম্বর আসামি করা হয় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে।

গত বছরের ২১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

Read Entire Article