আরও সেন্ট্রিফিউজ চালু, পরমানু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত ইরানের?

1 month ago 26

ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে যে প্রস্তাব পাস করা হয়েছে তার বিরুদ্ধে শক্ত জবাব দেওয়ার পদক্ষেপ নিয়েছে তেহরান। পাস হওয়া প্রস্তাবের জবাবে ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই নতুন উন্নতমানের সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে বলে জানিয়েছেন ইরানের আন্তর্জাতিক, বিচার ও রাজনৈতিক বিষয়ক উপপ্রধান বেহরুজ কামালভান্দি। 

তিনি বলেন, আইএইএতে প্রস্তাবটি পাস হওয়ার পরপরই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। এইওআই নতুন উন্নতমানের সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে এবং আমরা উল্লেখযোগ্যভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের তৎপরতা বাড়াব। 

গত ২১ নভেম্বর আইএইএর বোর্ড অব গভর্নরস পশ্চিমা দেশগুলোর একটি প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবে ইরানের পারমাণবিক কার্যকলাপের সমালোচনা করা হয়। প্রস্তাব অনুযায়ী, আইএইএকে ২০২৫ সালের বসন্তের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরির পথে রয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এই প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অবাস্তব ও 'হিতে বিপরীত' পদক্ষেপ বলে অভিহিত করেছে ইরান। ইরান হুমকি দিয়েছে, তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচীর বিরুদ্ধে কোনো ধরণের ব্যবস্থা নেওয়া হলে তেহরানের প্রতিশোধের মুখোমুখি হতে হবে। 

বেহরুজ কামালভান্দি বলেছেন, গত সপ্তাহে যখন আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি ইরান সফর করেন তখন তাকে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেয়া হয়েছে এবং দেখানো হয়েছে যে, ইরানবিরোধী প্রস্তাব পাস করলে প্রস্তুত করা সেন্ট্রিফিউজগুলো চালু করা হবে। তিনি পরিষ্কার করে আরো বলেন, আইএইএ-তে পাস হওয়া এই প্রস্তাব পরমাণু শিল্পখাতে ইরানের সক্ষমতাকে আরো বাড়াবে। 

তিনি বলেন, ইরান শান্তিপূর্ণভাবে তার পরমাণু কর্মসূচী এগিয়ে নিতে চায়। তারা শিল্প পর্যায়ে এবং অবকাঠামোগত উন্নয়নে পরমাণু সক্ষমতাকে কাজে লাগাতে চায়। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রস্তাবকে গ্রাহ্য না করে নতুন করে পরমাণু কর্মসূচি বৃদ্ধিকে ইরানের পরমাণু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই।  

Read Entire Article