আরও ২ দিন বন্ধ থকাবে সিটি কলেজ

1 month ago 27

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা সিটি কলেজে আরও দুদিনের (রবি ও সোমবার) ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, অনিবার্য কারণে এবং পরিস্থিতি বিবেচনায় রোববার এবং পরদিন সোমবার (২৫ নভেম্বর) সব ক্লাস স্থগিত থাকবে।

এর আগে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ক্লাস কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস ও সিটি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

Read Entire Article