আরও ৩ জেলায় ছড়িয়েছে বন্যা, প্রস্তুত ৩ হাজার আশ্রয়কেন্দ্র

3 months ago 22

নতুন করে আরও তিন জেলায় বন্যা ছড়িয়ে পড়েছে। বন্যা দুর্গত এসব মানুষের আশ্রয়ের জন্য প্রায় তিন হাজার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

রোববার (৭ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন। দেশের ১৫ জেলা বন্যা দুর্গত বলে শনিবার জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

রোববার তিনি বলেন, 'এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা ১৮টি। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ২০ লাখ। বন্যা দুর্গত লোকদের আশ্রয়ের জন্য প্রায় তিন হাজার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৪০ হাজার লোক আশ্রয় নিয়েছে। বন্যার্তদের চিকিৎসার জন্য ৬১৯টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।'

আরএমএম/এসআইটি/জেআইএম

Read Entire Article