আরও ৩৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

3 months ago 36

যুক্তরাষ্ট্র ভ্রমণে আরও ৩৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ তারবার্তা থেকে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুসারে, চলতি মাসের শুরুতে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার একটি ঘোষণায় স্বাক্ষর করেছেন। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বিদেশি সন্ত্রাসী এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা হুমকি নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণার শুরু থেকেই ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। এই নির্দেশনাটি ছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে অভিবাসন-সংক্রান্ত কঠোর ব্যবস্থার অংশ; যা তিনি তার প্রতিশ্রুতির বাস্তবায়ন করছেন।

Read Entire Article