আরডিআরসির চেয়ারম্যান এজাজকে ডিএনসিসির প্রশাসক নিয়োগের সুপারিশ

3 hours ago 4
বেসরকারি সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান ও নদী গবেষক মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগের সুপারিশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এ সুপারিশ জানানো হয়।  ওই চিঠিতে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, প্রিয় সিনিয়র সচিব, আপনি নিশ্চয়ই অবগত আছেন, আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি, স্থানীয় সরকার বিভাগের ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যাদি সম্পন্নকরণের জন্য প্রশাসক হিসেবে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন। চিঠিতে উপদেষ্টা বলেন, মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্স সেন্টার, শেরেবাংলা নগর, ঢাকা একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। তিনি কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলে এ প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধিসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি।  চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে ০২ (দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। প্রসঙ্গত, মোহাম্মদ এজাজ জাতীয় নাগরিক কমিটির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সেলের সদস্য। 
Read Entire Article