যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, আরব বিশ্বের ক্যানসার হচ্ছে ইসরায়েল। একইভাবে দক্ষিণ এশিয়ার ক্যানসার ভারত। তারা ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ এবং ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভটি লালবাগ হয়ে পুনরায় প্রধান ফটকে বক্তব্য দেওয়ার মাধ্যমে শেষ হয়।
জাতিসংঘকে উদ্দেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন বলেন, ‘আপনারা নাকি শান্তি স্থাপনকারী! আপনারা থেকেও যদি ইসরায়েল বারবার আগ্রাসন চালায়, তাহলে আপনাদের দরকার নেই। জাতিসংঘকে আমরা বয়কট করবো। প্রয়োজনে মুসলিম বিশ্ব আলাদা জাতিসংঘ গঠন করবে।’
ম্যানেসজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী হেলাল বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার নিন্দা জানাই। হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত মুসলিম ভাইবোনদের ওপর যে হামলা চালিয়েছে, তারও নিন্দা জানাই। আরব বিশ্বের ক্যানসার হচ্ছে ইসরায়েল আর দক্ষিণ এশিয়ার ক্যানসার ভারত।’
বেরোবি সমন্বয়ক জাহিদ হাসান জয় বলেন, ‘কোকাকোলাসহ ইসরায়েলি যেসব পণ্য আছে আজ থেকে বয়কট করলাম। একইসঙ্গে ইউরোপের সব পণ্য বয়কট করুন। বাড়িতে আর তাদের পণ্য রাখবেন না।’
ফারহান সাদিক সাজু/এসআর/জিকেএস