আরশ-তিশার দ্বন্দ্বের অবসান

ছোট পর্দার এক সময়ের আলোচিত জুটি, পরে যাদের সম্পর্ক ঘিরে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক ও দূরত্ব। সেই তাসনুভা তিশা ও আরশ খানকে নিয়ে ফের শোবিজে গুঞ্জন। ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্বে দীর্ঘদিন একে অপরের মুখোমুখি না হলেও, এবার যেন বরফ গলছে। সব তিক্ততা পেছনে ফেলে আবারও একসঙ্গে পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন তিশা—যা নতুন করে কৌতূহল আর আলোচনার জন্ম দিয়েছে শোবিজ অঙ্গনে। কালবেলার এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিশা বলেন, ‘আমি দেশের যেখানেই যাই না কেন, সবাই আরশের কথা জিজ্ঞেস করে। বর্তমানে আমি কামারপাড়ায় শুটিং করছি, তবে আরশ কোথায় শুটিং করছে তা আমার জানা নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আরশের সাথে আমার যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল, সেটার অবসান ঘটে গেছে। এখন আমি তার সঙ্গে আবারও কাজ করতে চাই।’ আগামীতে আরশের সঙ্গে কাজ করা নিয়ে তিশা আরও বলেন, ‘যদি কোনো পরিচালক ভালো গল্প নিয়ে আসেন এবং আমাদের দুজনের শিডিউল মিলে যায়, তবে অবশ্যই আমি আরশের সাথে কাজ করতে চাইব। আমার দিক থেকে আর কোনো বাধা নেই।’ এছাড়া চলতি বছর কেমন কাটলো এমন  প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘২০২৫ সালটা আমার জন্য কোনোমতে বেঁচে ফেরা বা সারভাইভ করার মতোই ছিল। ‘ইনশাআ

আরশ-তিশার দ্বন্দ্বের অবসান

ছোট পর্দার এক সময়ের আলোচিত জুটি, পরে যাদের সম্পর্ক ঘিরে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক ও দূরত্ব। সেই তাসনুভা তিশা ও আরশ খানকে নিয়ে ফের শোবিজে গুঞ্জন। ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্বে দীর্ঘদিন একে অপরের মুখোমুখি না হলেও, এবার যেন বরফ গলছে। সব তিক্ততা পেছনে ফেলে আবারও একসঙ্গে পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন তিশা—যা নতুন করে কৌতূহল আর আলোচনার জন্ম দিয়েছে শোবিজ অঙ্গনে।

কালবেলার এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিশা বলেন, ‘আমি দেশের যেখানেই যাই না কেন, সবাই আরশের কথা জিজ্ঞেস করে। বর্তমানে আমি কামারপাড়ায় শুটিং করছি, তবে আরশ কোথায় শুটিং করছে তা আমার জানা নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আরশের সাথে আমার যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল, সেটার অবসান ঘটে গেছে। এখন আমি তার সঙ্গে আবারও কাজ করতে চাই।’

আগামীতে আরশের সঙ্গে কাজ করা নিয়ে তিশা আরও বলেন, ‘যদি কোনো পরিচালক ভালো গল্প নিয়ে আসেন এবং আমাদের দুজনের শিডিউল মিলে যায়, তবে অবশ্যই আমি আরশের সাথে কাজ করতে চাইব। আমার দিক থেকে আর কোনো বাধা নেই।’

এছাড়া চলতি বছর কেমন কাটলো এমন  প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘২০২৫ সালটা আমার জন্য কোনোমতে বেঁচে ফেরা বা সারভাইভ করার মতোই ছিল। ‘ইনশাআল্লাহ, ২০২৬ সালকে নতুনভাবে, নতুন উদ্যমে এবং পজিটিভ ও ফ্রেশ মাইন্ড নিয়ে শুরু করতে চাই। নতুন বছর যেন আমার জন্য ভালো কিছু বয়ে আনে, সেজন্য সবার কাছে দোয়া চাই।’

সব মিলিয়ে, তাসনুভা তিশা ও আরশ খানের সম্পর্কের বরফ গলার খবরে আশার আলো দেখছেন ভক্তরা। অতীতের সব ভুল–বোঝাবুঝি পেছনে ফেলে তারা যদি আবার একসঙ্গে কাজ করেন, তবে ছোট পর্দায় ফিরতে পারে সেই পুরোনো রসায়ন। এখন দেখার বিষয়, কথার পর কাজেও মিলবে কি না, সে দিকেই তাকিয়ে শোবিজ অঙ্গন ও দর্শকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow