আরাফাতের শতকের পরও হারল নৌবাহিনী
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটে আরাফাত ইসলামের সেঞ্চুরিও নৌবাহিনীর হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি। সর্বশেষ ম্যাচে ক্যাডেট একাদশের কাছে ৩ উইকেটে হেরেছে নৌবাহিনী।
ক্যাডেট একাদশ টস জিতে প্রতিপক্ষ দলকে ব্যাটিংয়ে পাঠায়। আরাফাত ইসলামের অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে নৌবাহিনী। আরাফাত ইসলামের ৮২ বলে সাজানো ১০০ রানের ইনিংসে ছিল ৭ বাউন্ডারি ও ৫ ছক্কা। নাঈম হোসেন ৩৬ বলে ৫৩ রান সংগ্রহ করেন। শেষদিকে আরাফাত হোসেন ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ক্যাডেট একাদশের শেখ সাদিক ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন। একেএম হুসনা হাবিব মেহেদি ৪৩ রানে ২ উইকেট নেন।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ৪ বল এবং ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ক্যাডেট একাদশ। সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন। ৩১ বলের ঝড়ো ইনিংসে ৩৪ রান আসে ৪ বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারি থেকে। ২৪ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন শফিউল ইসলাম।
এ ছাড়া রাফি ফাইজুল হক (৩৩), শেখ সাদিক (২৫) ও মোহাম্মদ রবিউল রবির (২৫) ইনিংসগুলো ক্যাডেট একাদশের জয়ের পথ প্রশস্ত করেছে। নৌবাহিনীর মারুফ হক সানি ২৮ রানে ২ উইকেট নিয়েছেন। অনবদ্য সেঞ্চুরির জন্য ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন নৌবাহিনীর আরাফাত ইসলাম।