আরেক মামলায় তারেক রহমানকে অব্যাহতি

2 months ago 24

সম্পদের তথ্য প্রদর্শন না করার অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করেন বিচারক। পরে এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৮ জুলাই উপ-কর কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জেই/বিএ/জেআইএম

Read Entire Article