আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল, দীপু মনি

2 months ago 6

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানার সোহেল হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

এছাড়া কাফরুল থানার আতিক হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে আসামিদের আদালতের এজলাসে হাজির করে পুলিশ।

মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড় সংলগ্ন ময়ূর ভিলার সামনে ছাত্র-জনতার সঙ্গে বাদী মো. সোহেল রানা (৩৮) আন্দোলনে অংশগ্রহণ করেন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের ওপর মারাত্মক হামলা চালানো হয়। এ সময় ভুক্তভোগী বাদী সোহেলের উরুতে গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরবর্তী সময় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ১১ জুন মামলা দায়ের করেন বাদী সোহেল রানা।

কাফরুল থানার মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন।

এমআইএন/এসএনআর/এমএস

Read Entire Article