ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্টোনি রুডিগার। ম্যাচের শেষের দিকে পাচুকার আর্জেন্টাইন অধিনায়ক গুস্তাভো ক্যাব্রালের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় রুডিগারকে। শুধু তর্কে জড়িয়ে ক্ষান্ত হননি দুই জন। বিষয়টি গড়িয়েছে ধাক্কাধাক্কি পর্যন্ত। এরপর রেফারি রামন আবাতি এসে পরিস্থিতি শান্ত করলেও ম্যাচ শেষে এবং ডেসিংরুমে আবারও দুই জনই জড়িয়ে পড়েন তর্কে। তবে কি নিয়ে ঘটনার সূত্রপাত,... বিস্তারিত