আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, মাঠে ফিরেছেন তারকা ফুটবলার

3 weeks ago 15

ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর মাঠে ফিরেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার পাওলো দিবালা। মার্চে কাগলিয়ারির বিপক্ষে খেলার সময় বাম পায়ের সেমিটেন্ডিনোসাস টেন্ডনে চোট পান তিনি। ভয়াবহ এই চোটের কারণে গত মৌসুমের শেষ অংশটা দর্শক হিসেবেই কাটাতে হয় তাকে।

ইনজুরির সঙ্গে লড়াই শেষে অবশেষে সুস্থ হয়ে উঠেছেন দিবালা। এখন নিয়মিতভাবে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এবং সিরি আ’তে মৌসুমের প্রথম ম্যাচেই তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। 

দিবালার মাঠে ফেরাটা আর্জেন্টিনার জন্যও সুখবর। সবশেষ ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচগুলোতে ফিটনেসের অভাবে তাকে স্কোয়াডে রাখা হয়নি। 

বর্তমানে পুরোপুরি ফিট হওয়া দিবালা আবারও জাতীয় দলে ফেরার জন্য বিবেচিত হতে পারেন। আগামী অক্টোবরে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে, যদিও প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। মাঠে দারুণ পারফরম্যান্স করতে পারলে সেই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলেই দেখা মিলতে পারে দিবালার। 

ইনজুরির কারণে সিরি আ’তে গত মৌসুমটা ভালো কাটেনি দিবালার।তারকা ফুটবলারকে ছাড়া সে মৌসুমে রোমা পঞ্চম স্থানে থেকে শেষ করে এবং ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে। সবশেষ মৌসুমে দিবালা ৩৬ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন। 

উল্লেখ্য, ২০২২ সালে ক্লাবে যোগ দেওয়ার পর থেকে দিবালা রোমার হয়ে এখন পর্যন্ত ১১৩টি ম্যাচে মাঠে নেমেছেন, যেখানে তিনি করেছেন ৪২টি গোল ও দিয়েছেন ২২টি অ্যাসিস্ট। 

Read Entire Article