আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ

11 hours ago 6
আগামী মাসে ভারতে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অনেক সমর্থকদেরই স্বপ্ন ছিল মেসিকে ভারতের মাটিতে খেলতে দেখার। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ এই যে, আর্জেন্টিনা জাতীয় দল আগামী মাসে ভারতে খেলবে না।  জানা গেছে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১৭ নভেম্বরের জন্য নির্ধারিত এই প্রীতি ম্যাচটি ফিফার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজন করা হবে। মূলত, ফিফার অনুমতি পেতে দেরি হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রডকাস্টিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টো অগাস্টিন এ তথ্য নিশ্চিত করেছেন।  এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল আ্যসোসিয়েশন জানিয়েছে, লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল নভেম্বর মাসে অনুশীলনের জন্য স্পেন সফরে যাবে। এরপর তারা শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একমাত্র প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ শেষে আর্জেন্টাইন দল দক্ষিণ আমেরিকায় ফিরে যাবে এবং সেখানে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে।  এ প্রসঙ্গে অ্যান্টো অগাস্টিন বলেন, ‘ফিফার অনুমোদন পেতে দেরি হওয়ায় নভেম্বর উইন্ডোতে নির্ধারিত ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরালায় অনুষ্ঠেয় ম্যাচটি পরবর্তী উইন্ডোতে আয়োজিত হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে।’ আর্জেন্টিনা দলের ভারত সফর যথাসময়ে না হলেও লিওনেল মেসি পূর্বনির্ধারিত সময়েই ভারত সফর করবেন। 
Read Entire Article