আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়
কিছুদিন আগেও বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই অনিশ্চয়তা দূর করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফিনালিসিমার সূচি নির্ধারণ করেছে দুই মহাদেশীয় ফুটবল সংস্থা উয়েফা ও কনমেবল। জানা গেছে, ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ কাতারে। ভেন্যু হিসেবে কাতারের লুসাইল স্টেডিয়ামের নাম ঘোষণা করেছে দেশটির ফুটবলের লোকাল অর্গানাইজিং কমিটিও (এলওসি)। ২০২২ সালে ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমার বর্তমান ট্রফি জয়ী আর্জেন্টিনা। তার আগের দুটি ফিনালিসিমাতে ফ্রান্স ১৯৮৫ সালে এবং ১৯৯৩ সালে আর্জেন্টিনা ট্রফি জিতেছিল। ২০২৪ সালে কোপা আমেরিকা জিতে আবারও ফাইনালিসিমা খেলার সুযোগ তৈরি করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই বছর ইউরো জেতে স্পেন। পরিসংখ্যান বলছে, দুই দলের লড়াই হয় সমানে সমান। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে মোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দলই জিতেছে ছয়টি করে ম্যাচ। ড্র হয়েছে দুটি। ফিনালিসিমা ম্যাচের আগে প্রস্তুতির জন্য দুই দল একটি করে প্রীতি ম্যাচ
কিছুদিন আগেও বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই অনিশ্চয়তা দূর করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফিনালিসিমার সূচি নির্ধারণ করেছে দুই মহাদেশীয় ফুটবল সংস্থা উয়েফা ও কনমেবল।
জানা গেছে, ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ কাতারে। ভেন্যু হিসেবে কাতারের লুসাইল স্টেডিয়ামের নাম ঘোষণা করেছে দেশটির ফুটবলের লোকাল অর্গানাইজিং কমিটিও (এলওসি)।
২০২২ সালে ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমার বর্তমান ট্রফি জয়ী আর্জেন্টিনা। তার আগের দুটি ফিনালিসিমাতে ফ্রান্স ১৯৮৫ সালে এবং ১৯৯৩ সালে আর্জেন্টিনা ট্রফি জিতেছিল। ২০২৪ সালে কোপা আমেরিকা জিতে আবারও ফাইনালিসিমা খেলার সুযোগ তৈরি করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই বছর ইউরো জেতে স্পেন।
পরিসংখ্যান বলছে, দুই দলের লড়াই হয় সমানে সমান। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে মোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দলই জিতেছে ছয়টি করে ম্যাচ। ড্র হয়েছে দুটি। ফিনালিসিমা ম্যাচের আগে প্রস্তুতির জন্য দুই দল একটি করে প্রীতি ম্যাচ খেলবে। স্পেন তাদের প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে খেলবে এবং আর্জেন্টিনা কাতারের বিপক্ষে ম্যাচ খেলবে।
What's Your Reaction?