আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি দিতে ভয় পাচ্ছিলেন রেফারি

4 months ago 36

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে কানাডা। টুর্নামেন্টে নামার আগে গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের সঙ্গে ড্র করেছিল তারা। তাই আর্জেন্টিনার বিপক্ষে সেই পরিকল্পনা নিয়েই হয়তো নেমেছিল কানাডা। কিন্তু গোল করার বেশ কিছু ভালো তৈরি করে ব্যর্থ হয় কানাডিয়ান ফুটবলাররা। যার খেসারত হিসেবে হার হজম করতে হয় তাদেরকে। তবে একটি ফাউল নিয়ে ক্ষোভে ফুঁসছেন কানাডার কোচ জেসে মার্শ।

ম্যাচের একটা পর্যায়ে ডি-বক্সের দাগের সামনে কানাডার শ্যাফলবার্গকে ফাউল করেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ। রেফারি ফাউলের সিদ্ধান্ত না দিয়ে খেলা চালিয়ে যান। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল, এটি ফাউলই। কিন্তু রেফারির দৃষ্টিতে ডি-বক্সের ভেতর ফাউল মনে না হওয়ায় ভিএআরের মাধ্যমেও পেনাল্টি সিদ্ধান্তের দেওয়া হয়নি। আর এটাতেই চটেছেন কানাডার কোচ।

ম্যাচ শেষে ক্ষোভ ঝেরে তিনি বলেন, ‘এটা অবশ্যই ফাউল ছিল। তবে এটি ডি-বক্সের বাইরে নাকি ভেতরে সেটি নিয়ে তর্ক থাকে। কিন্তু এটা ১০০% ফাউল। রেফারি একটা কারণেই ফাউলের বাঁশি বাজায়নি। কারণ, তার ভয় ছিল এটি পেনাল্টি হয়ে যেতে পারে।’

ম্যাচে হারলেও নিজেদের খেলায় সন্তুষ্টি প্রকাশ করেন মার্শ। তাছাড়া ডিফেন্ডারদের দুটি সামান্য ভুলেই গোল হজম করতে হয় তার দলকে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা দারুণ খেলেছি। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। ডিফেন্সের সামান্য ভুলে আমরা গোল খেয়েছি। কিন্তু এমন ধরনের ভুল কাম্য না।’

মেসির জন্য আলাদা পরিকল্পনা নিয়েও নেমেছিলেন মার্শ। ম্যাচ শেষে তিনি এটি স্বীকারও করেন। কানাডা কোচ বলেন, ‘আমার মনে হয়, আমরা মেসির বিপক্ষে ভালো করেছি। আমরা পরিকল্পনাগুলো অনেকাংশেই বাস্তবায়ন করেছি। কিন্তু সে এতটাই ভালো খেলছে যে, তাকে সবসময় পরিকল্পনা করে আটকানো সম্ভব না।’

আরআর/এমএইচ/

Read Entire Article