আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় পাঁচ গোলের ম্যাচে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে মাতেউস কুনহার দুর্দান্ত গোলে স্বাগতিকদের হতবাক করে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল রেড ডেভিলসরা। এতে চলতি মৌসুমে ঘরের মাঠে প্রথম হার দেখল মিকেল আর্তেতার দল। দারুণ শুরু করা আর্সেনাল ২৯ মিনিটে এগিয়ে যায় লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে। তবে মাঝমাঠে মার্টিন সুবিমেন্দির ভুল পাসের সুযোগ নিয়ে ৩৭ মিনিটে সমতা ফেরান ব্রায়ান এমবুয়েমো। গোলরক্ষক ডেভিড রায়াকে কাটিয়ে সহজেই বল জালে পাঠান ইউনাইটেড ফরোয়ার্ড। বিরতির পরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ইউনাইটেড। ৫০ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন প্যাট্রিক ডর্গু। বল ক্রসবারের নিচে লেগে জালে ঢুকে পড়ে—এমিরেটসে নেমে আসে নীরবতা। চাপে পড়ে আর্সেনাল কোচ আর্তেতা একসঙ্গে চারটি পরিবর্তন করেন—ভিক্টর গিয়োকেরেস, এবেরেচি এজে, মিকেল মেরিনো ও বেন হোয়াইটকে নামান। এই পরিবর্তনের ফল মেলে ৮৪ মিনিটে। কর্নার থেকে জটলার মধ্যে বল ঠেলে গোল করে আর্সেনালকে ম্যাচে ফেরান মিকেল মেরিনো। তবে সমতার উচ্ছ্

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় পাঁচ গোলের ম্যাচে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে মাতেউস কুনহার দুর্দান্ত গোলে স্বাগতিকদের হতবাক করে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল রেড ডেভিলসরা। এতে চলতি মৌসুমে ঘরের মাঠে প্রথম হার দেখল মিকেল আর্তেতার দল। দারুণ শুরু করা আর্সেনাল ২৯ মিনিটে এগিয়ে যায় লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে। তবে মাঝমাঠে মার্টিন সুবিমেন্দির ভুল পাসের সুযোগ নিয়ে ৩৭ মিনিটে সমতা ফেরান ব্রায়ান এমবুয়েমো। গোলরক্ষক ডেভিড রায়াকে কাটিয়ে সহজেই বল জালে পাঠান ইউনাইটেড ফরোয়ার্ড। বিরতির পরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ইউনাইটেড। ৫০ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন প্যাট্রিক ডর্গু। বল ক্রসবারের নিচে লেগে জালে ঢুকে পড়ে—এমিরেটসে নেমে আসে নীরবতা। চাপে পড়ে আর্সেনাল কোচ আর্তেতা একসঙ্গে চারটি পরিবর্তন করেন—ভিক্টর গিয়োকেরেস, এবেরেচি এজে, মিকেল মেরিনো ও বেন হোয়াইটকে নামান। এই পরিবর্তনের ফল মেলে ৮৪ মিনিটে। কর্নার থেকে জটলার মধ্যে বল ঠেলে গোল করে আর্সেনালকে ম্যাচে ফেরান মিকেল মেরিনো। তবে সমতার উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৭ মিনিটে কোবি মাইনুর পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে দারুণ গোল করেন মাতেউস কুনহা। তার এই নিখুঁত ফিনিশিংয়ে আবারও এগিয়ে যায় ম্যানইউ—৩-২। শেষ মুহূর্তে আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল। এই জয়ে ইউনাইটেড উঠে এসেছে লিগের চতুর্থ স্থানে। এই হার আর্সেনালের জন্য বড় ধাক্কা। শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার জয়ের ফলে শীর্ষে তাদের ব্যবধান এখন নেমে এসেছে মাত্র চার পয়েন্টে। ঘরের মাঠে প্রথম হার আর্তেতার দলের জন্য সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow