আল আইনকে গোলবন্যায় ভাসিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু জুভেন্টাসের

2 months ago 8

ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আল আইনকে গোলবন্যায় ভাসিয়েছে জুভেন্টাস। বুধবার ওয়াশিংটনের ওদি ফিল্ডে একে একে পাঁচবার (৫-০) আল আইনের জালে বল ফেলেছে ইতালিয়ান ক্লাবটি।

এদিন প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ফলে ফেরার সব পথ বন্ধ হয়ে যায় আল আইনের। জুভেন্টাসের হয়ে এই অর্ধে জোড়া গোল করেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা কুলো মুয়ানি। ম্যাচের প্রথম (১১ মিনিটে) ও চতুর্থ গোল (৪৫+৪ মিনিটে) করেন তিনি।

মুয়ানির জোড়া গোলের মাঝে গোল করেন ফ্রান্সিসকো কনসেইসাও (২১ মিনিটে) ও কেনান উলদিজ (৩১ মিনিটে)। এরপর ৫৮ মিনিটে কনসেইসাও নিজের দ্বিতীয় গোল করে জুভেন্টাসকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন।

২০২৩–২৪ মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে আল আইন। যদিও তারা ঘরোয়া লিগ পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল।

কোচ ভ্লাদিমির ইভিচের অধীনে প্রতিযোগিতামূলক ছন্দ এবং নতুন উদ্দীপনা নিয়ে ক্লাব বিশ্বকাপে এসেছিল আল আইন। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গ্রুপের অন্যতম ফেবারিট জুভেন্টাসের কাছে বিধ্বস্ত হতে হলো হলো তাদেরকে।

আল-আইন ও জুভেন্টাস ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে গ্রুপ-জি থেকে। এই গ্রুপের বাকি দুই দল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ও মরক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাঙ্কা।

গ্রুপের প্রথম রাউন্ডের খেলা শেষে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষ ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে জুভেন্টাস ও ম্যানসিটি। খালি হাতে থাকা আল আইন রয়েছে তলানিতে।

এমএইচ/

Read Entire Article