আল নাসরের সঙ্গে নতুন চুক্তি রোনালদোর

2 months ago 5

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আল নাসরের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন পর্তুগিজ তারকা।

নতুন চুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, একটি নতুন অধ্যায় শুরু হলো। একই অঙ্গীকার, একই স্বপ্ন। চলুন ইতিহাস গড়ি।

গেল মে মাসে রোনালদোর সঙ্গে নতুন চুক্তি করার ইচ্ছে প্রকাশ করেন আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর হিয়েরো। এর জন্য অন্য ক্লাবগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতেও রাজি ছিলেন তিনি। অবশেষে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকাকে আরও দুই বছরের জন্য পেয়ে গেলেন হিয়েরো।

এর আগে ৪০ বছর বয়সী রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, মৌসুম শেষে আল নাসর ছেড়ে দেবেন। আল-ফাতেহর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলেই এমন ইঙ্গিত দিয়েছিলেন সিআরসেভেন।

এমএইচ/

Read Entire Article