উইম্বলডনে প্রথম রাউন্ডেই বড় ধাক্কা সামলেছেন কার্লোস আলকারেজ। বিপজ্জনক ইতালিয়ান ফাবিও ফগনিনির বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের। তুমুল লড়াইয়ের পর শেষ হাসি হেসেছেন এই স্প্যানিয়ার্ড।
আলকারেজ প্রথম সেট ৭-৫ গেমে জিতলেও দ্বিতীয় সেটে সমতা ফিরিয়েছিলেন ফগনিনি। জেতেন ৭-৬ (৭-৫) গেমে। তৃতীয় সেট ৭-৫ গেমে জিতে নেন আলকারেজ। ৬-২ গেমে চতুর্থ সেট আবার জেতেন ফগনিনি। কিন্তু পঞ্চম সেটে আর পেরে... বিস্তারিত