টালিউড তারকা যশ দাশগুপ্ত এবং এবং নুসরাত জাহান কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় রয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, এ তারকা দম্পতি তাদের মধ্যে নাকি দূরত্ব বেড়েছে। তৃতীয় ব্যক্তির কারণেই নাকি তাদের এমন দূরত্ব তৈরি হয়েছে। আর তার মাঝেই টালিউডে ব্যাপক জল্পনা-কল্পনা যে যশ এবং নুসরাত আলাদা থাকছেন।
সম্প্রতি লক্ষ্য করা হয় যে ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করে দিয়েছেন যশ এবং নুসরাত। শুধু তাই নয়, নুসরাত একের পর এক ইঙ্গিতবহ পোস্ট করায় সেই আলোচনা আরও জোড়াল হতে থাকে। এমন সময় একদিকে যশ তার বড় ছেলেকে (প্রথম পক্ষের) নিয়ে থাইল্যান্ড বেড়াতে যান, আর নুসরাত বাবা মা, ছেলেকে নিয়ে দার্জিলিং বেড়াতে যান। এ কারণে সব কিছু মিলিয়েই তাদের অনুরাগীদের মধ্যে থেকে টলিউডের অন্দর, সর্বত্রই গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা নাকি আলাদা হয়েছেন।

আরও পড়ুন:
যদিও এ বিষয়ে নিজেরা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। এর মাঝেই ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি গুঞ্জন রটেছে যে সমস্যা এখনের নয়। গত বছর ডিসেম্বর থেকেই নাকি আলাদা থাকছেন যশ এবং নুসরাত। কাজের সময় কেবল একসঙ্গে কাটিয়েছেন, বাকি সময় তারা আলাদা আলাদা থাকছেন।
এমএমএফ/এমএস

4 months ago
13









English (US) ·