আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রদ্ধা, বাড়ি ভাড়া ৬ লাখ

1 month ago 24

বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর চলতি বছরের সবচেয়ে হিট সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত ‘স্ত্রী-২’ সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৮০০ কোটি রুপি আয় করেছে। শ্রদ্ধাকে এখন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে। নতুন নতুন সিনেমার প্রস্তাবও তার হাতে রয়েছে।

এবার নিজের জন্য নতুন ঠিকানা খুঁজে নিলেন শ্রদ্ধা। তিনি এত দিন বাবা-মায়ের সঙ্গে থাকতেন। মুম্বাইয়ের জুহুতে সমুদ্রের কাছে ফ্লাট ভাড়া নিলেন এ অভিনেত্রী। বছরে এর ভাড়া আসবে ৭২ লাখ রুপি। সেই হিসেবে মাসিক ৬ লাখ রুপি ভাড়া দিতে হবে শ্রদ্ধাকে।

জানা গেছে, ৩৯২৮.৮৬ বর্গফুটের এ ফ্লাটটি এক বছরের জন্য লিজ নিয়েছেন শ্রদ্ধা। তাকে ৭২ লাখ রুপি অগ্রিম ভাড়া দিতে হয়েছে। চলতি বছরে ১৬ অক্টোবর চুক্তি সম্পন্ন হয়েছে হয়। এতে শ্রদ্ধার জন্য চারটি গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা রয়েছে। নথি অনুযায়ী, লেনদেনে ৩৬,০০০ রুপি স্ট্যাম্প দেওয়া হয়েছে। ১০০০ রুপির নিবন্ধন মূল্যও দেওয়া হয়েছে।

শ্রদ্ধা কাপুর, সিনেমা, চলচ্চিত্র, বলিউড, বিনোদনআলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রদ্ধা, বাড়ি ভাড়া ৬ লাখ

শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুর শোবিজের খ্যাতিমান তারকা হলেও মেয়েকে তেমন কোনো বাড়তি সুবিধা পাইয়ে দিতে কাজ করেননি। শ্রদ্ধা বরাবরই জানিয়েছেন, তিনি যখন অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, সেই সময় থেকে বাবা পাশে থেকেছেন। তবে কাজ পাইয়ে দেবেন এমন আশ্বাস কখনো তার বাবা দেননি।

শ্রদ্ধা বলিউডে কারো সুপারিশে নয়, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা পেয়েছেন। তিনি এখন আলাদা থাকতে চাওয়ার কথা ছড়িয়ে পড়লে সবাই বলছেন, ‘স্ত্রী-২’সিনেমার সাফল্যের পর কিছুটা একান্তে সময় কাটানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এমএমএফ/জেআইএম

Read Entire Article