আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের সুখবর দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিশেষ বিবেচনায় অনলাইনে তাদের পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে।  সোমবার (৮ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সব মাদ্রাসাপ্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে পরীক্ষা-২০২৭ আলিম শ্রেণিতে যেসব শিক্ষার্থী অনলাইনে কোনো মাদ্রাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন বোর্ডের (ইএসআইএফ) পূরণের মাধ্যমে সম্পন্ন করার জন্য বলা হলো। অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ১৯ জানুয়ারি। আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকাসহ ৮৩৫ টাকা।  ফি প্রদান ও eSIF পূরণ যে কোনো ব্রাউজার হতে সরাসরি www.ebmeb.gov.bd তে প্র

আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের সুখবর দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিশেষ বিবেচনায় অনলাইনে তাদের পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে।  সোমবার (৮ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সব মাদ্রাসাপ্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে পরীক্ষা-২০২৭ আলিম শ্রেণিতে যেসব শিক্ষার্থী অনলাইনে কোনো মাদ্রাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন বোর্ডের (ইএসআইএফ) পূরণের মাধ্যমে সম্পন্ন করার জন্য বলা হলো। অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ১৯ জানুয়ারি। আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকাসহ ৮৩৫ টাকা।  ফি প্রদান ও eSIF পূরণ যে কোনো ব্রাউজার হতে সরাসরি www.ebmeb.gov.bd তে প্রবেশ করে প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করতে হবে। এরপর পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থী সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি প্রদান করতে হবে।  নির্ধারিত ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে এবং সতর্কতার সঙ্গে নতুন এন্ট্রিকৃত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থী ডিলেট করার সুযোগ থাকবে না। পূর্বে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের অনলাইনে ভুল বিভাগ, বিষয় ও ছবি সংশোধন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ দ্রষ্টব্য: শুধু রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের EIIN ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ যোগাযোগ করতে হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow