আলেকজান্ডার দ্য গ্রেটের পোশাকের রহস্য ঘিরে বিতর্ক

4 days ago 7
গ্রিসের একটি রাজকীয় সমাধিতে পাওয়া একটি কাপড়ের টুকরোকে আলেকজান্ডার দ্য গ্রেটের পোশাক বলে দাবি করেছেন গবেষকরা। ডেমোক্রিটাস ইউনিভার্সিটি অব থ্রেসের অধ্যাপক এমিরেটাস অ্যান্টোনিস বার্তসিওকাস সম্প্রতি এ দাবি করেন। গ্রিসের ভার্জিনা এলাকায় পাওয়া এই কাপড়টি আগে আলেকজান্ডারের বাবা ফিলিপ দ্বিতীয়ের বলে মনে করা হলেও এখন এটি আলেকজান্ডারের সৎভাই ফিলিপ তৃতীয় আরহিডাইয়াসের বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৭ সালে পাওয়া এই কাপড়ের টুকরোটি প্রথমে একটি সোনার বুকে পাওয়া যায়। এটি এমন একটি সমাধিতে ছিল যা আগে ফিলিপ দ্বিতীয়ের সঙ্গে যুক্ত ছিল। বার্তসিওকাসের মতে, এই সমাধিটি আসলে ফিলিপ তৃতীয় আরহিডাইয়াস ও তার স্ত্রী ইউরিডাইসের।
Read Entire Article