২০১৬ সালে মুক্তি প্রাপ্ত ‘সানাম তেরি কাসাম’ চলচ্চিত্রে মাওরা হোসেন সারুর চরিত্রে অভিনয় করে বি-টাউনে বেশ সাড়া ফেলেছিলেন। যদিও তার অভিনীত প্রথম ছবিটি মুক্তির শুরুতে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি, তবে সাম্প্রতিক পুনঃমুক্তির পর বক্স অফিসে এটি দারুণ সাফল্য অর্জন করেছে। কিন্তু খুব কম মানুষই জানেন যে ‘সানাম তেরি কাসাম’-এর পর মাওরা তিনটি ভারতীয় ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তবে বিভিন্ন কারণে সেগুলো আর আলোর মুখ দেখেনি।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে, মাওরাকে তার পরবর্তী তিনটি ভারতীয় ছবিতে স্বাক্ষর করার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে অভিনেত্রী জানান, তিনি ছবিগুলোর কাজ শুরু করেছিলেন, তবে কিছু কারণে তাকে সরে আসতে হয়।
তিনি আরও জানান, যেহেতু সেই প্রকল্পগুলোর অংশ হতে পারেননি, তাই সেগুলো নিয়ে কথা বলতে একেবারেই আগ্রহী নন মাওরা।
এদিকে ‘সানাম তেরি কাসাম ২’-এ অভিনয়ের সম্ভাবনা নিয়ে অভিনেত্রী তার মতামত শেয়ার করেন।
মাওরা জানিয়েছেন, চরিত্রটিতে আবার ফিরতে তিনি আগ্রহী রয়েছেন, তবে অন্য কেউ যদি এই চরিত্রে অভিনয় করে তাতেও সমান খুশি হবেন এই সুন্দরী।
অভিনেত্রী বিশেষ করে এই ছবিটির প্রযোজক দীপক মুকুটের প্রশংসা করেছেন এবং তার সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, সিক্যুয়েলটি আগেরটির চেয়েও বেশি সাফল্য অর্জন করবে, সেটাতে অভিনেত্রী থাকুন বা না থাকুন।
অন্যদিকে, ‘ইন্ডিয়া ফোরামস’ কে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা রাধিকা রাও এবং বিনয় সপ্রু জানান যে, ‘সানাম তেরি কসম’ শুরু থেকেই দুই পর্বের গল্প হিসেবে পরিকল্পনা করা হয়েছিল।
তারা নিশ্চিত করেছেন, এই সিক্যুয়েলের কাজ চলছে এবং ইন্দর এর গল্পকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা চলছে।
ব্যক্তিগত জীবনে, মাওরা হোসেন সম্প্রতি আমির গিলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।