আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন: কনকচাঁপা

নীরব হয়ে এলো বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও আলোচিত অধ্যায়। আপসহীন নেতৃত্ব, সংগ্রাম আর বিতর্কের মধ্য দিয়ে যিনি কয়েক দশক দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আজ স্তব্ধ পুরো দেশ। তার বিদায়ে শুধু রাজনীতি নয়, শোকের আবহ ছড়িয়ে পড়েছে সংস্কৃতি অঙ্গনেও। যেন সময় নিজেই থমকে দাঁড়িয়ে সাক্ষী হলো এক মহাকালের অবসানের। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে কনকচাঁপা লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।’ এই সংক্ষিপ্ত অথচ গভীর শোকবার্তায় শিল্পীর অনুভূতির প্রতিফলন ঘটেছে। তার স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্যে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং কনকচাঁপার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে

আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন: কনকচাঁপা

নীরব হয়ে এলো বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও আলোচিত অধ্যায়। আপসহীন নেতৃত্ব, সংগ্রাম আর বিতর্কের মধ্য দিয়ে যিনি কয়েক দশক দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আজ স্তব্ধ পুরো দেশ। তার বিদায়ে শুধু রাজনীতি নয়, শোকের আবহ ছড়িয়ে পড়েছে সংস্কৃতি অঙ্গনেও। যেন সময় নিজেই থমকে দাঁড়িয়ে সাক্ষী হলো এক মহাকালের অবসানের। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে কনকচাঁপা লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।’

এই সংক্ষিপ্ত অথচ গভীর শোকবার্তায় শিল্পীর অনুভূতির প্রতিফলন ঘটেছে। তার স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্যে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং কনকচাঁপার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow